কিভাবে ব্লগারে Custom Robots.txt File যুক্ত করবেন - বাংলা টিউটোরিয়াল
Custom Robots.txt হচ্ছে একটি ফাইল যা সার্চ ইঞ্জিনকে বলে দেয় যে কোন পেজটি crawl/index করতে হবে আর কোনটি করতে হবে না, যা SEO এর জন্য খুব গুরুত্বপূর্ণ।
পদ্ধতি-
১। ব্লগারে সাইন ইন করে dashboard এ যান।
২। "Search Preferences" > "Settings" এ যান।
৩।
"Crawlers and Indexing" অধীনে অবস্থিত "Custom robots.txt" খুজুন। এর ডান দিকেএ "Edit" এ ক্লিক করুন। "Yes" সিলেকশন করুন। একটি ফাঁকা বক্স আসবে। নিচের কোডটি copy করে বক্সটিতে paste করুন।
৪। এরপর, "Save changes" এ ক্লিক করুন।
ConversionConversion EmoticonEmoticon