কিভাবে ব্লগারে Custom Header Tags সেট করবেন

কিভাবে ব্লগারে Custom Header Tags সেট করবেন - বাংলা টিউটোরিয়াল


Custom Header Tags একদম robot.txt এর মত, যা SEO এর জন্য গুরুত্বপূর্ণ। এটিও সার্চ ইঞ্জিনকে নির্দেশ দেয় যে কোন পেজটি crawl করা উচিত আর কোনটি নয়।


১। ব্লগারে সাইন ইন করে "Settings" এ যান। "Search Preferences" এ ক্লিক করুন।




২। এবার, Crawlers and Indexing এর অধীনে অবস্থিত "Custom robots header tags" এ ক্লিক করুন। এটা disabled করা থাকে। এটিকে enable করতে হবে। পরিবর্তন করতে "Edit" এ ক্লিক করুন এবং "Yes" সিলেকশন করুন। আপনি কিছু অপশন দেখতে পাবেন যেসবে টিক চিহ্ন দেয়ার বক্স আছে। নিচের ছবিতে দেয়া অপশনগুলোতে টিক চিহ্ন দিন।




৩। অবশেষে, "Save changes" এ ক্লিক করুন।

Previous
Next Post »