কিভাবে ব্লগার থিম Backup and Upload করবেন

কিভাবে ব্লগার থিম Backup and Upload করবেন - বাংলা টিউটোরিয়াল



কিভাবে Blogger theme টি Backup করবেন


ব্যাকআপ করা Blogger theme এর অপ্রত্যাশিত কোন ক্ষতি হলে, তা পূর্বের অবস্থায় ফিরে পেতে জরুরি। বিশেষ করে, আমরা যখন HTML কোড নিয়ে কাজ করি, তখন থিমের একটি ব্যাকআপ রেখে দেই। 


ব্লগার একাউন্টে সাইন ইন করুন। তারপর, আপনার যে ব্লগের ব্যাকআপ করতে চান তা সিলেকশন করুন।



তারপর "Theme"এ যান এবং "Backup/Restore" এ ক্লিক করুন।



৩। এবার, "Download theme" এ ক্লিক করুন। আপনার ব্যাকআপ ফাইল, যা .xml ফরম্যাটে আছে, "Downloads" folder এ ডাউনলোড হবে। তারপর, এটি আপনি যেকোনো folderস্থানান্তর করতে পারবেন।



কিভাবে Blogger theme টি Upload করবেন

পূর্বে ব্যাকআপ করা থিমটি ফিরে পেতে সেটি আপলোড দিতে হবে। এছাড়াও আপনি অন্য সাইট থেকে custom theme ডাউনলোড করে আপনার ব্লগে ব্যবহার করতে চাইলে এই পদ্ধতিটি লাগবে।

১। ব্লগার একাউন্টে ঢুকার পর, পূর্বের ন্যায় "Theme" এ যান।
২। "Backup/Restore" এ ক্লিক করুন।
৩। তারপর, "Choose File" এ ক্লিক করুন।



৪। সেই folder টি সিলেকশন করুন যেখানে আপনি theme টি ব্যাকআপ (backup) করে রেখেছিলেন বা, অন্য সাইট থেকে ডাউনলোড করে রেখেছিলেন। তারপর, theme file (.xml) টি খুলুন।



৫। এবার, "Upload" এ ক্লিক করুন।


আশা করি আপনি সফল হয়েছেন।
Previous
Next Post »