কিভাবে Bing Webmaster Tools ও Yahoo Search এ ব্লগার Sitemap সাবমিট করবেন

কিভাবে Bing Webmaster Tools Yahoo Search এ ব্লগার Sitemap সাবমিট করবেন –বাংলা টিউটোরিয়াল



Bing Webmaster Tools Yahoo Search এ ব্লগার Sitemap সাবমিট করা SEO এর জন্য গুরুত্বপূর্ণ। Bing/Yahoo search পেজগুলো index করবে এবং সার্চের ফলাফলে দেখাবে।


১। Bing Webmaster Tools এ  যান এবং পূর্বের কোন একাউন্ট না থাকলে sign up করুন। যদি পূর্বের একাউন্ট থাকে, তবে sign in করুন।



২। এবার, Bing webmaster এর হোমপেজ দেখতে পাবেন। "Add a site" এর ঘরে আপনার ব্লগের URL/address লিখুন এবং "Add" এ ক্লিক করুন।




৩। পরের পেজে যা যা তথ্য ছায়, তা পুরন করুন।



এখানে, প্রথম ঘরে ব্লগের URL লিখুন। পরের ঘরে, ব্লগের sitemap টই লিখুন। Sitemap টি পেতে, নিচের লাইনটি copy করুন এবং ফাঁকা ঘরটিতে paste করুন। শুধু "ABC" কে আপনার ব্লগের URL/address দিয়ে প্রতিস্থাপন করুন।




যদি আপনার ব্লগের পোস্ট সংখ্যা ৫০০ এর কম হয়, তবে উপরের কোডটি ব্যবহার করুন। 

যদি আপনার ব্লগের পোস্ট সংখ্যা ৫০০ এর বেশি হয়, তবে নিচের কোডটি ব্যবহার করুন। 



আপনার নাম, ইমেইল এবং কোম্পানির (ব্লগের নাম) নাম লিখুন। এরপর, industry/blog type লিখুন। দেশের নাম লিখুন।

অবশেষে, "Save" এ ক্লিক


৪। তারপর, ব্লগের ownership আপনাকে verify করতে হবে। ২ টি অপশন দেখতে পাবেন। "<meta name" দিয়ে শুরু হওয়া কোডটি copy করুন।  দ্বিতীয় অপশনে এটি খুঁজে পাবেন।



"Verify" এ এখনই ক্লিক করবেন না। ৫-৭ ধাপ শেষ হবার পর এটিতে ক্লিক করবেন।


৫। এবার, ব্লগারের dashboard এ যান। "Theme" এ ক্লিক করুন। তারপর, "Backup/Restore" এ ক্লিক করে থিমটি ব্যাকআপ করে নিন, যেন কোন অপ্রত্যাশিত ক্ষতি হলে ব্লগটি পূর্বের অবস্থায় ফিরে পান।



তারপর, Edit HTML" এ ক্লিক করুন।


৬। এরপর, কোডের বক্সের ভিতরে একবার ক্লিক করুন এবং ctrl+F চেপে সার্চ বক্স আনুন। <head> লিখে সার্চ করুন।



৭। <head> tag এর ঠিক পরেই পূর্বে copy করা কোডটি paste করুন। এটি এমন দেখাবে-



এরপর, "Preview" এ ক্লিক করে দেখুন যে থিমটি ঠিক মত লোড নেয় কিনা। কোন সমস্যা না হলে, "Save Theme" এ ক্লিক করুন।

৮। এবার, Bing webmaster verify ownership পেজটিতে যান এবং "Verify" এ ক্লিক করুন।




৯। তারপর, Bing webmaster এর dashboard এ নিয়ে যাওয়া হবে। এখন "Pending" status দেখতে পাবেন। Bing search engine কয়েকদিনের মধ্যেই আপনার পেজটি index করবে। এরপর, pending status টি এর জায়গায় "Success" দেখাবে।


Previous
Next Post »