কিভাবে ব্লগারে Login Email Address (admin) পরিবর্তন করবেন

কিভাবে ব্লগারে Login Email Address (admin) পরিবর্তন করবেন - বাংলা টিউটোরিয়াল



এর মাধ্যমে আপনি ব্লগের এডমিন পরিবর্তন করতে পারবেন বা, নতুন কোন এডমিন যুক্ত করতে পারবেন। 

১। ব্লগার একাউন্টে লগ ইন করুন এবং যে ব্লগ নিয়ে কাজ করতে চান, তা সিলেকশন করুন।



২। "Settings" এ যান এবং, "Basic" এ ক্লিক করুন।



৩। এবার, "Permission" এ যান। এর ঠিক নিচের অবস্থিত "Blog Authors" এর অধীনস্থ "+Add authors" এ ক্লিক করুন। নিচের ছবির মত একটি ফাঁকা বাক্স আসবে।



৪। ফাঁকা বক্সে ইমেইল আইডিটি লিখুন এবং "Invite" এ ক্লিক করুন।


৫। এরপর, নতুন ইমেইল আইডিটিতে সাথে সাথে একটি ইমেইল চলে যাবে। ওই আইডি থেকে ইমেইলটি খুলে invitation টি accept করতে হবে।


৬। তারপর, ব্লগার dashboard এ ঢুকুন এবং, পূর্বের মত "Blog Authors" এ যান। এবার আপনি সেখানে দেখতে পাবেন যে, নতুন ইমেইলটি যুক্ত হয়েছে। কিন্তু এই আইডিটি ব্লগ "author" হিসেবে কাজ করবে।




৭। এই নতুন ইমেইল আইডিকে  admin করতে হলে, এটিকে "Author" থেকে "Admin" এ পরিবর্তন করতে হবে। এখন পূর্বের ও পরে যুক্ত করা ইমেইল আইডি দুইটিই Admin হিসেবে কাজ করতে পারবে। যদি পূর্বের/ যেকোনো আইডি delete করতে চান, তবে ক্রস (×) চিহ্নতে ক্লিক করুতে হবে।


Previous
Next Post »