কিভাবে ব্লগারে Twitter
Follow Button যুক্ত করবেন - বাংলা টিউটোরিয়াল
Twitter হলো অন্যতম জনপ্রিয় social networking site। আপনার সাইটে visitor কে ধরে রাখতে twitter হতে পারে অন্যতম সেরা মাধ্যম। আগের পোস্টগুলোতে Facebook, Google plus এর মাধ্যমে কিভাবে visitor কে ধরে রাখবেন এই বিষয়ে আলোচনা করা হয়েছে। এই পোস্টে twitter এর মাধ্যমে visitor এর সাথে যুক্ত থাকার উপায় নিয়ে কথা বলবো।
কেন ব্লগারে Twitter Follow Button যুক্ত করবেন?
Facebook এবং Google plus এর মতো Twitter follow button বা, টুইটার ফলোয়ার বাটন আপনার সাইটে থাকলে , সেখান থেকে visitor আপনার সাইটের twitter account কে follow
করবে। আপনার কাজ হবে, নতুন পোস্ট publish করার পর link টি twitter এ share করা। সাথে সাথে তারা notification পাবে এবং আপনার সাইটে visit করতে আসবে। শুধু
তাই নয়,
আপনি আপনার twitter account এ যেকোনো কিছু share করে, তাদের সাথে যুক্ত থাকতে পারেন। তাদেরকে message দিয়ে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে তুলতে পারেন। তবে দেখবেন
সাইটের প্রচারের জন্য, এমন কিছু করবেন
না যা আপনার follower দের বিরক্তির কারণ হয়ে
দাঁড়ায়। আবার ১ টি link বার বার share করবেন না। এটাকে spamming বলে। যা সাইটের জন্য ভীষণ ক্ষতিকর।
ব্লগারে Twitter Follow Button যুক্ত করতে কি করতে হবে?
Facebook বা Google plus এ page তৈরি করার মতো
কোনো উপায় twitter এ নেই। এজন্য twitter এ সরাসরি আপনার সাইটের নামে account খুলতে হবে। তারপর twitter follow button আপনার সাইটে যোগ করতে হবে।
কিভাবে করবেন?
১। ব্লগার dashboard এ যান।
২। তারপর, "Layout" এ যান এবং Add a Gadget" এ ক্লিক করুন।
৩। "HTML/JavaScript"
সিলেকশন করুন।
৪। নিচের বক্সটি আসবে।
নিচের কোডটি copy করে ফাঁকা বক্সে paste করুন।
এটি এমন দেখাবে-
Follow @TechBlogBD
কিভাবে কাস্টমাইজ করবেন
কোনোকিছুর পরিবর্তন আনতে, class="twitter-follow-button" এর পর কিছু শব্দ যোগ করতে হবে।
- follower count টি hide করতে data-show-count="false" যোগ করুন।
- username টি hide করতে data-show-screen-name="false" যোগ করুন।
- বড় সাইজের বাটনের জন্য data-size="large" যোগ করুন।
- বাটনটি ডানে দিতে করতে data-align="right" যোগ করুন।
(Source: https://dev.twitter.com/web/follow-button)
ConversionConversion EmoticonEmoticon