কিভাবে ব্লগার ব্লগে Feedburner ব্যবহার করে RSS feed icon যুক্ত করবেন

Feedburner ও RSS feed icon কি

RSS feed icon  এর মাধ্যমে ব্লগ আপডেট হওয়ার সাথে সাথে ভিজিটর খবর পাবে। এতে ব্লগের ট্র্যাফিকও বাড়তে থাকবে।


আপনি হয়তো নিয়মিত আপনার সাইটে visitor পাচ্ছেন। এখানেই কিন্তু আপনার কাজ শেষ না। কারণ আপনার কাজ হবে আপনার সাইটে আসা visitor কে ধরে রাখা। এখন বলতে পারেন যে, visitor তো পাচ্ছেনই, আবার ধরে রাখতে হবে কেন। মনে করুন আপনার প্রতিদিনের visitor ৫০০ এবং আপনি প্রতিদিন অন্তত ১ টি করে পোস্ট লিখছেন। এই ৫০০ জনের মধ্যে ৩ জনকেও আপনি ধরে রাখতে পারেন তাহলে পরের দিনের পোস্ট ওই ৫ জন সবার আগে পড়বে। মানে এখানে ধরে রাখা মানে হলো, তাদের কাছে আপনার সাইটটি save রাখার ব্যবস্থা করা এবং আপনি যে নতুন কোনো পোস্ট দিয়েছেন এই খবর তাদের কাছে পাঠানো। তাহলে এবার হিসাব করুন আপনার visitor কত হবে। পরের দিন ৫০৩ জন visitor পাবেন। এভাবে প্রতিদিন ৩ জন করে ৩০ দিনে ৯০ জন পাবেন। এরা কিন্তু প্রতিদিনই আপনার সাইটে আসবে। তাহলে বুঝুন আপনার কতটা লাভ হলো।


ব্যাপারটা শুনতে ভালো লাগলেও, আপনার মনে হতে পারে কাজটা করা অনেক কঠিন। কিন্তু এটা একদম সহজ। এই পোস্টে এই সম্পর্কেই আপনাদের বলবো।


আপনার audience কে ধরে রাখার জন্য মূল ২ টি পদ্ধতি আছে। একটি হলো প্রত্যক্ষ অন্যটি হলো পরোক্ষ পদ্ধতি। পরোক্ষটি হলো Facebook, Google plus, twitter ইত্যাদির মাধ্যমে। প্রত্যক্ষটি হলো Email অথবা rss feed এর সাহায্যে subscribe করে। দুটি পদ্ধতি নিয়েই আপনাদের বলবো। এই পোস্টে প্রত্যক্ষ পদ্ধতিটি নিয়ে আলোচনা করবো।



Feedburner ব্যবহার করে Email অথবা RSS feed icon এর সাহায্যে subscription করে



এই পদ্ধতিতে visitor তাদের নিজস্ব Email দিয়ে আপনার সাইটে subscribe করবে। এরপর যখনই আপনি নতুন কোনো পোস্ট publish করবেন, সাথে সাথে subscribe করে রাখা visitor ১ টি email পাবেন। এতে তারা বুঝবে যে, আপনার সাইটে নতুন কোনো পোস্ট দেয়া হয়েছে এবং কোননা কোনো সময় তারা আপনার সাইটে আসবেই।




কিভাবে ব্লগার ব্লগে Feedburner ব্যবহার করে RSS feed icon যুক্ত করবেন - বাংলা টিউটোরিয়াল



১। Feedburner এ ঢুকে লগ ইন করুন।

২। হোমপেজ থেকে, "Burn a feed right this instant" এ আপনার ব্লগ বা ফিডের address/URL লিখুন।



তারপর, "Next" এ ক্লিক করুন।



৩। এরপর, "Identify Feed Source" নামের একটি পেজ দেখতে পাবেন। আপনি ২ দুটি অপশন পাবেন,  Atom RSSAtom সিলেকশন করুন।



তারপর, "Next" এ ক্লিক করুন।

৪। পরের পেজে, "Feed Title" এ ব্লগের নামটি লিখুন। আপনার feed URL এর extension/id টি "Feed Address" এ লিখুন।



এবার, "Next" এ ক্লিক করুন।

৫। এর পরের পেজে, আপনি "Congrats" লেখা দেখতে পাবেন। "Next" এ ক্লিক করুন।



৬। তারপর, checkbox দেখতে পাবেন, সেগুল তে টিক মার্ক দিতেও পারেন নাও পারেন। এটি প্রয়োজনীয় নয়।



"Next" এ ক্লিক করুন।

৭। এবার, "Publicize" এ ক্লিক করুন।



৮। বামের দিকের মেনু থেকে, "Chicklet Chooser" এ ক্লিক করুন।



তারপর, আপনাকে "new standard feed icon" সিলেকশন করতে হবে। "Subscribe in a reader" এর একটি প্রতীক সিলেকশন করুন।


৯। এবার, পেজের নিচের দিকে যান। ২ টি কোড দেখতে পাবেন। 



প্রথমটি "Subscribe in a reader" এর জন্য, যা নিচের ছবির নিচের লাল চিহ্নিত বক্সটির মত। দ্বিতীয়টি "Subscription Link Code" এর জন্য, যা নিচের ছবির উপরের লাল চিহ্নিত বক্সের মত।



১০। প্রথম কোডের জন্য-
"Blogger" সিলেকশন করুন। HTML কোডটি copy করুন, এবং "Go" এ ক্লিক করুন।

একটি বক্স আসবে যার নাম "Add Page Element"আপনার ব্লগটি সিলেকশন করুন। যদি একটি বড় খালি বক্স দেখতে পান, তবে copy করা কোডটি paste করুন। আর যদি আগে থেকেই কোড থাকে, তবে কিছু করা প্রয়োজন পড়বে না।



তারপর, "Add Widget" এ ক্লিক করুন।

১১। দ্বিতীয় কোডের জন্য ১০ নং ধাপটিই অনুসরণ করুন।

অতিরিক্ত ধাপ-

যদি আপনি দুটি widget ই একটি widget এ দেখাতে চান, তবে, আপনাকে একটু অন্য ভাবে করতে হবে।



এটি করতে ১০ নং ধাপে কোডটি copy করার সময়, দুটি কোডই একট বক্সে করতে হবে। এজন্য, প্রথম কোডটির পর একবার  "Enter" চাপতে হবে। তারপর paste করতে হবে।



Previous
Next Post »